ন্যাশনাল ব্যাংক লিমিটেডের খুলনা ও শরীয়তপুর আঞ্চলিক শাখাগুলোর ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন সম্প্রতি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেনের সভাপতিত্বে ব্যাংকের খুলনা ও শরীয়তপুর আঞ্চলের আওতাধীন ৪৬টি শাখার ব্যবস্থাপকদের নিয়ে আয়োজিত সম্মেলনে চলতি বছরের জুন পর্যন্ত কার্যক্রমের বিশদ আলোচনা হয়। সম্মেলনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন। সম্মেলনে অংশগ্রহণকারীরা চলতি বছরে ব্যাংকের ব্যবসা প্রসারে অনাদায়ী শ্রেণিকৃত ঋণ আদায় ও অন্যান্য লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 6 September 2025 Saturday 10:29 am
ন্যাশনাল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন অনুষ্ঠিত
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: