ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় অনলাইন ব্যাংকিং ব্যবহার করে দেশের উত্তরাঞ্চলের নেসকো গ্রাহকরা তাদের বিদ্যুৎ বিল ন্যাশনাল ব্যাংকের ২৮টি শাখার মাধ্যমে পরিশোধ করতে পারবেন। ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন ও নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে ডিএমডি সৈয়দ রইস উদ্দিন ও হোসেন আখতার চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রধান কাজী কামাল উদ্দীন আহমেদ, মানবসম্পদ বিভাগের প্রধান শেখ আখতার উদ্দিন আহমেদ ও মার্কেটিং বিভাগের প্রধান একেএম ছালাহ উদ্দিন খান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 29 August 2025 Friday 8:41 am
ন্যাশনাল ব্যাংক ও নেসকোর মধ্যে চুক্তি স্বাক্ষর
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: