ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই)-এর ০৬টি বিষয়ের উপর ন্যাশনাল সার্টিফিকেট কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার্ হোটেল অবকাশ-এর ব্যাংকুইট হলে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাকের হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেসরকারি বিমান ও পরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) মো. রাহাত আনোয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব মোকাম্মেল হোসেন বলেন, জাতীর পিতার হাতে গড়া প্রতিষ্ঠান বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত একমাত্র হোটেল ও পর্যটন প্রশিক্ষণ বিষয়ক প্রতিষ্ঠান এনএইচটিটিআই পর্যটন শিল্পের জন্য দক্ষ জনবল তৈরি করছে। যারা দেশ ও বিদেশে সুনামের সঙ্গে কাজ করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন। আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পর্যটন শিল্পে ব্যাপক কর্মসংস্থানে সুযোগ সৃষ্টির প্রতি সরকার বিশেষ নজর দিচ্ছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। বিজ্ঞপ্তি