Print Date & Time : 1 September 2025 Monday 3:39 pm

পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা হাটে পচা মাংস বিক্রির দায়ে আট হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল রোববার উপজেলার  মহিষখোচা হাটে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওই এলাকার আনিছার কসাইয়ের ছেলে মন্টু কসাইয়ের দোকানে ৪০ কেজি পচা মাংস পায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ্দৌলা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

জানা যায়, সজিববাজার এলাকায় নজরুল ইসলাম নামের একজনের প্রায় নব্বই হাজার টাকার একটি গরু ফুড পয়জনিং হয়ে গুরুতর অসুস্থ হয়। চিকিৎসা দেয়া হলেও অবস্থা গুরুতর হলে ওই মাংস ব্যবসায়ী ২০ হাজার টাকা দিয়ে গরুটি কিনে এনে জবাই করে বিক্রি শুরু করে। পরে দুপুরের দিকে ভোক্তা অধিকারের একটি দল অভিযান চালায়।