পঞ্চগড়ে আবারও কবর থেকে কঙ্কাল চুরি

প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় কবর থেকে আরও চারটি কঙ্কাল চুরি হয়েছে। গত শনিবার রাতে বোদা পৌর এলাকার ভাসাইনগর কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এর আগে ২৩ জানুয়ারি উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের দলুয়াদিঘি কবরস্থান থেকে ১৩টি ও ২৫ জানুয়ারি একই ইউনিয়নের কৈইকিল্লা দিঘি কবরস্থানে কবর খুঁড়ে দুর্বৃত্তরা ১৪টি কঙ্কাল চুরি করে নিয়ে যায়।

কবর থেকে একাধিক কঙ্কাল চুরির ঘটনা ঘটলেও পুলিশ এখনও অপরাধীদের চিহ্নিত করতে সক্ষম হয়নি। অপর দিকে কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির স্বজনরা শঙ্কিত হয়ে পড়েছেন কঙ্কাল চুরির ভয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কঙ্কাল চুরির হিড়িক পড়ায় এলাকার মানুষ প্রতিদিন সকালে গোরস্তানগুলোয় স্বজনদের কবরের খবর নেন। গতকাল পঞ্চগড়ের বোদা পৌর এলাকার ভাসাইনগর কবরস্থানে ওই গ্রামের এক ব্যক্তি তার স্বজনের কবর দেখতে গিয়ে কঙ্কাল চুরির বিষয়টি অবগত হন। খবরটি প্রচারিত হলে এলাকার অন্যান্য মানুষও তাদের স্বজনদের কবর দেখার জন্য আসতে শুরু করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই কবরস্থান থেকে রাতের আঁধারে দুর্বৃত্তরা চারটি কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। গত আট মাস থেকে দুই বছরের মধ্যে যাদের মৃত্যু হয়েছে, এমন ব্যক্তিদের কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী জানান, কঙ্কাল চুরির ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশা করি দ্রুত অপরাধীদের চিহ্নিত করা যাবে।