Print Date & Time : 8 July 2025 Tuesday 9:24 am

পঞ্চগড়ে নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জে ছাগল চড়াতে গিয়ে নদীর পানিতে পড়ে ফজল হোসেন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। বৃদ্ধ ফজল হোসেন একই ইউনিয়নের গুচ্ছগ্রামের মৃত মামুনের ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে নিজের ছাগল নিয়ে চর তিস্তাপাড়া গ্রামে বুড়িতিস্তা নদীর পাশ দিয়ে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাওয়ার সময় নদীর কিনারায় তিনি মাথা ঘুরে নদীর পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা বেশ কিছু সময় পর দেখতে পেয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।  ১নং চিলাহাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।