Print Date & Time : 5 July 2025 Saturday 4:31 pm

পঞ্চগড়ে বিজিবি’র উদ্যেগে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি, পঞ্চগড় : বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সীমান্ত হত্যা বন্ধে সীমান্ত এলাকার মানুষজনের সহায়তা চেয়ে ভালোর পথে আসার আহ্বান জানিয়েছে বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী। একই সাথে সীমান্তে না যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন সীমান্ত সুরক্ষা যেমন বিজিবি’র দায়িত্ব, তেমনি এটা সকলের দায়িত্ব।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর গাছবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্ত এলাকার মানুষদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এসময় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নে অধিনায়ক লে কর্নেল মনিরুল ইসলাম, ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের দুলাল, ধামোর গাছবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার।

পরে সীমান্ত এলাকার দুস্থ শীতার্ত মানুষ সহ মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়।