প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা দিয়ে এনায়েত হাসান প্রধান উৎস (২৫) নামে এক মোটরসাইকেলচালক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে উপজেলার বোদা পৌরসভার সাতখামার এলাকায় বোদা-ঠাকুরগাঁও মহাসড়কের হাজী দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনাটি ঘটে। এদিকে দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত মোটরসাইকেলচালক কলেজছাত্রের বাড়ি উপজেলার বোদা পৌরসভা এলাকার নাজিরপাড়ায়। তিনি ওই এলাকার ব্যবসায়ী শাহিন কবির প্রধান সম্রাটের বড় ছেলে। উৎস ঢাকার একটি বেসরকারি কলেজে আইন বিষয়ে পড়াশোনা করতেন।
বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।