Print Date & Time : 16 August 2025 Saturday 10:15 pm

পঞ্চগড়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি, পঞ্চগড় :চা ব্যবসায় বাংলাদেশ চা বোর্ড ও বিএসটিইয়ের বৈধ লাইসেন্স না থাকা, অনুনমোদিত ট্রেড মার্ক ও মূল্য সংযোজন কর (মূসক) চালান ব্যবহার না করা, চায়ের মোড়ক নকল, রাজস্ব ফাঁকি এবং কালোবাজার থেকে চা ক্রয়ের অপরাধে পঞ্চগড়ের সদর উপজেলায় দুইটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চা প্যাকেটজাত প্রতিষ্ঠান ‘মিরপুরী চা’কে ৫০ হাজার টাকা এবং মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের ‘আল আমিন টি’কে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও মোহাম্মদ রুহুল আমীন।

 পরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ নগদ প্রদান করে দুই চা প্যাকেটজাতকারী প্রতিষ্ঠান। পরে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।