Print Date & Time : 29 August 2025 Friday 10:42 am

পঞ্চগড়ের বাজার তদারকি অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার উৎপাদন ও মেয়াদউত্তীর্ন কীটনাশক রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে আটোয়ারী উপজেলার বলরামপুর বাজারে অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

বাজার তদারকি অভিযানে জানায়, জেলার আটোয়ারীর উপজেলার বলরামপুর বাজারে বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এসময় সুমি বেকারিতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার উৎপাদন করায় ৬ হাজার টাকা ও ভাই ভাই ট্রেডার্সে মেয়াদউত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে ২ হাজার সহ মোট ৮ হাজার টাকা অভিযানে ভোক্তা-অধিকার আইনে জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সাথে তাদের সতর্ক করা হয়।