প্রতিনিধি,পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় বিদ্যুৎস্পৃষ্টে সামিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে জেলার বোদা উপজেলার সদন ইউনিয়নের মাঝগ্রামে। তিনি ওই গ্রামের দবিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত সামিউল বিদ্যুৎ লাইনের পাশে বাঁশ কাটছিলেন। এক পর্যায়ে কাটা বাঁশটি বিদ্যুতের তারে লেগে গেলে সামিউল বিদ্যুতের শক লেগে আহত হন। এলাকাবাসী তাকে বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে এখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Date & Time : 30 August 2025 Saturday 7:05 am
পঞ্চগড়ের বোদায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
সারা বাংলা ♦ প্রকাশ: