সপ্তমীতে দেশের সকল মন্ডপে বিশেষ প্রার্থনা

পঞ্চগড়ে অনাড়ম্বর ভাবে দুর্গাপুঁজা উদযাপনের সিদ্ধান্ত

প্রতিনিধি, পঞ্চগড় : করতোয়া নৌকা ডুবিতে সনাতন সম্প্রদায়ের ৬৯ মানুষের প্রাণহানীর ঘটনায় পঞ্চগড়ে অনাড়ম্বর ভাবে দুর্গাপুঁজা উদযাপন,কালো ব্যাচ ধারণ, মন্ডপে মন্ডপে শোক ব্যানার টাঙ্গানোর সিদ্ধান্ত ও সপ্তমী পুঁজোর দিন দেশের সকল দুর্গপুজা মন্ডপে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের বোদা উপজেলা কমিটির সভাপতি পরেশ চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটে করতোয়া নদীতে নৌকা ডুবিতে মৃতদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা ও এক শোক সভা শুক্রবার সকালে জেলার বোদা উপজেলার শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদ বোদা উপজেলা শাখা এই প্রার্থনা ও শোক সভার আয়োজন করেন। বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদ বোদা উপজেলা কমিটির সভাপতি পরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রার্থনা ও শোক সভায় বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি বীরমুক্তি যোদ্ধা জবিধন বর্মন,সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায় ও বোদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজা রাজিব ঘোষ বক্তব্য রাখেন। সভায় বোদা উপজেলার ৯৫ টি দুর্গাপুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদ বোদা উপজেলা শাখার সভাপতি পরেশ চন্দ্র বর্মন জানান,করতোয়া নদীতে নৌকা দূর্ঘটনায় সনাতন সম্প্রদায়ের ৬৯ জন মানুষের মৃত্যর কারণে পঞ্চগড় জেলার সনাতন ধর্মের মানুষ শোকাহত, তাই এবারে পঞ্চগড় জেলার অনাড়ম্বর ভাবে শারদীয় দূর্গাপুঁজা অনুষ্ঠিত হবে। ঝাকজমক পূর্ণ কোন আয়োজন থাকবেনা। শুধু মাত্র পুঁজা অর্চনা ও ধর্মীয় আচারের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। তিনি জানান দুর্গাপুজার সময় সনাতন সম্প্রদায়ের সবাই কালো ব্যাচ ধারণ ও পঞ্চগড় জেলার প্রতিটি পুজা মন্ডপে শোক ব্যানার টাঙ্গানো হবে। এছাড়া বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উদ্যোগে, নৌকা ডুবিতে মৃত সকলের আত্মার শান্তি কামনা করে সপ্তমী পুঁজার দিন দেশের সকল দুর্গাপুঁজা মন্ডপে বিশেষ প্রার্থনা করা হবে।