শেয়ার বিজ প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের নাট্যদল ভূমিজ’র আয়োজনে ‘নাট্যচর্চার শক্তি ও মঞ্চনাটকের দর্শক’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে ভূমিজের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজমুল হক প্রধান এমপি। সভায় বক্তৃতা করেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, আমলাহার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোবারক হোসেন, ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উদীচী জেলা সংসদের সভাপতি শফিকুল ইসলাম, নাট্যকার ও নির্দেশক সরকার হায়দার, কবি শৈশব রাজু প্রমুখ।
ড. ইসরাফিল শাহীন বলেন, মঞ্চনাটককে গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে। পরিশুদ্ধ নাট্যকর্মী হয়ে ওঠা খুবই জরুরি।
এজন্য নাট্যকর্মী তৈরি করতে হবে। মঞ্চনাটক শুধু আনন্দের জন্য নয়। একটি দেশের পরিবর্তন ও উন্নয়নে মঞ্চনাটকের ভূমিকা অপরিসীম।