Print Date & Time : 28 August 2025 Thursday 8:35 am

পঞ্চগড়ে পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি,পঞ্চগড় : পঞ্চগড়ে নদীতে পাথর তুলতে গিয়ে পানিতে ডুবে নজরুল (৬০) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ আগস্ট) সকালে পঞ্চগড় সদর উপজেলার মিলন মার্কেট এলাকায় চাওয়ায় নদীতে এ ঘটনাটি ঘটে। পরে বেলা ১২টায় ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূর থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

মৃত পাথর শ্রমিক নজরুল কাজিপাড়া এলাকার সাকোয়াত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় নজরুল সোমবার সকালে পাথর তুলতে যায় নদীতে। একসময় নদীর অপর প্রান্তে থাকা তার সহকর্মী শ্রমিকদের কাছে নদী পার হয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় হঠাৎ নদীর গভীরে গেলে পানিতে তলিয়ে যান তিনি। এদিকে অন্যান্য শ্রমিকেরা তাকে ডুবে যেতে দেখে উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টা পর চাওয়ায় নদীর দেড় কিলোমিটার দূরে নদীর কিনারে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা নদীর পানিতে ডুবে এক পাথর শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।