প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় পিকআপের ধাক্কায় ফিরোজ আলম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অপর এক আরোহী।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় সদরের পিটিআই নামক স্থানে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর তাঁতিপাড়া এলাকার ফেরদৌসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে মোটরসাইকেলযোগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঘুরতে আসেন ওই দুই যুবক। একসময় তারা পঞ্চগড় সদরের পিটিআই নামক এলাকায় পৌঁছান। এ সময় তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি পিকআপের সামনের চাকা পাংকচার হয় এবং সেটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেন। এ অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম খান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।