পঞ্চগড়ে মাদক চোরাকারবারি গ্রেপ্তার

প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি দেলোয়ার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। বুধবার রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ফুটকি বাড়ি গ্রামে। সে ওই গ্রামের আব্দুল হান্নানের ছেলে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দেলোয়ার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মাদক ও চোরাচালানের একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন থেকে গ্রেপ্তারের চেষ্টা করছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দেলোয়ার বাড়ির ছোট গরুর খামারে লুকিয়ে ছিল। খামার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া জানান, পঞ্চগড়কে মাদকমুক্ত করতে পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার এসএম সিরাজুল হুদার নির্দেশে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি দেলোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।