Print Date & Time : 31 August 2025 Sunday 9:33 am

পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারত

শেয়ার বিজ ডেস্ক: ভারত এখন বিশ্বে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। অর্থনীতির শক্তির বিচারে যুক্তরাজ্যকে টপকে এ স্থানে উঠে এলো দেশটি। খবর: এনডিটিভি।

এ পরিসংখ্যান করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ২০২১ সালের শেষ তিন মাসের হিসাবে যুক্তরাজ্যকে সরিয়ে ষষ্ঠ স্থান থেকে পঞ্চমে উঠে এলো ভারত।

মার্চ ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতির আকার ছিল ৮৫৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। এ সময় যুক্তরাজ্যের অর্থনীতির আকার ছিল ৮১৬ বিলিয়ন ডলার। ত্রৈমাসিকের শেষ দিনে ডলারের বিনিময় হার ধরে হিসাবটি করা হয়েছে।

বিশ্ব অর্থনীতিতে এ মুহূর্তে ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানি। এক দশক আগে ভারতের অর্থনীতি ছিল ১১তম স্থানে।

ভারতীয় অর্থনীতি বছরে ১৩ দশমিক ৫ শতাংশ হারে বেড়েছে, যদিও দেশটির রিজার্ভ ব্যাংক ইন্ডিয়ার পূর্বাভাস থেকে এ হিসাব কিছুটা কম। উন্নয়নশীল দেশের মধ্যে বৃদ্ধির হারে সর্বোচ্চ ছিল ভারতের জিডিপি।

অনুমান করা হচ্ছে, চলতি বছর দেশটির অর্থনীতি সাত শতাংশ বাড়বে।

এদিকে যুক্তরাজ্যের মসনদে যিনিই বসুন, তাকে আগের অবস্থানে ফিরে আসার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।