পঞ্চাশেও অনিন্দ্য নিকোল কিডম্যান

শোবিজ ডেস্ক: ২০ জুলাই ৫০-এ পা রাখেন হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান। ৫০ বছরেও অনিন্দ্য সুন্দরী এ অভিনেত্রী ভয় পান না বয়সকেÑসাক্ষাৎকারে বললেন এমনটাই!

‘দ্য আওয়ার্স’, ‘বার্থডে গার্ল’, ‘দ্য ইন্টারপ্রেটার’, ‘নাইন’, ‘লায়ন’সহ অগণিত সাড়াজাগানো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন নিকোল কিডম্যান। ‘দ্য আওয়ার্স’ ছবির জন্য প্রথম অস্ট্রেলীয় অভিনেত্রী হিসেবে জেতেন সেরা অভিনেত্রীর অস্কার পুরস্কার।

টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নানা কারণেই সংবাদ শিরোনাম হয়েছেন তিনি। সম্প্রতি অস্ট্রেলীয় গণমাধ্যম ‘দ্য স্টেলার’-এর বিশেষ ফটোশুটে নজর কেড়েছে তার অনিন্দ্যসুন্দর কিছু ছবি। সাক্ষাৎকারে ‘নাইন’ অভিনেত্রী বলেন, ‘একটা সময় আসে যখন বয়স খুব বড় কোনো বিষয় বলে মনে হয় না আর। আমি অত্যন্ত আনন্দিত যে, আমার বয়স ৫০। এ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’

সাক্ষাৎকারের পাশাপাশি কিডম্যানের অসাধারণ কিছু ছবিও প্রকাশ করেছে পত্রিকাটি। এতে সুইমিংপুলে আবেদনময়ী রূপে দেখা গেছে এ নীল নয়না অভিনেত্রীকে।

কিডম্যান আরও জানান, জাঁকজমকে ভরা অনুষ্ঠানের চেয়ে পারিবারিকভাবেই জš§দিন পালন করতে ভালোবাসেন তিনি। ৫০তম জন্ম দিনটি স্বামী কিথ আরবান ও মেয়েদের সঙ্গে কাটিয়েছেন তিনি। সামনেই মুক্তি পাচ্ছে কিডম্যানের নতুন  সিনেমা ‘আপসাইড’।