Print Date & Time : 1 September 2025 Monday 10:45 pm

পটিয়া পৌরসভাকে ৫০ লাখ টাকা অনুদান দিল এআইবিএল

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় চট্টগ্রামের পটিয়া পৌরসভার সলিড ওয়াস্ট ম্যানেজমেন্টের জন্য ডাম্পিং গ্রাউন্ড নির্মাণে জমি ক্রয় বাবদ ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে পর্ষদীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুলর কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এসএম জাফর, শাব্বির আহমেদ, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, পিএস টু ইসি চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি