Print Date & Time : 1 September 2025 Monday 4:39 pm

পটুয়াখালীতে কৃষকদের মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি যন্ত্রপাতি অনুদান

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড পটুয়াখালীর বাউফলের কালাইয়ায় বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষি যন্ত্রপাতি অনুদান দিয়েছে। গতকাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম প্রধান অতিথি এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান বিশেষ অতিথি হিসেবে উপজেলার কালাইয়া, দাসপাড়া, নাজিরপুর, মদনপুরা ও কালিশুরী ইউনিয়নের কৃষকদের মধ্যে পাঁচটি পাওয়ার টিলার হস্তান্তর করেন। এ সময় মার্কেন্টাইল ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান মোহাম্মদ সফরুজ্জামান খান, কালাইয়া শাখাপ্রধান মো. আল মামুন, দাসপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি