প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীতে ব্যবসায়ীদের সংগঠন পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২২-২৩ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতিসহ ২১ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার পটুয়াখালী চেম্বারের পরিচালনা পর্ষদ বোর্ডের চেয়ারম্যান ভিপি আব্দুল মান্নান ২০২২-২৩ মেয়াদের নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নির্বাচিতরা হলেন সভাপতি পদে মো. গিয়াস উদ্দিন, সিনিয়র সহসভাপতি খন্দকার সামসুল ইসলাম বাবুল, সহসভাপতি মো. মিজানুর রহমান মনির।
এছাড়া পরিচালক সদস্যরা হলেনÑশুভাশিষ মুখার্জী, মোতালেব মৃধা, মো. আনিচুর রহমান, মো. এনায়েত হোসেন, মো. মনিরুজ্জামান লিটু, মোহাম্মদ রায়হান রহমান, মো. মিজানুর রহমান মিজান, নাছরুল্লাহ সিকদার, মো. জাকারিয়া কাওছার, মাহমুদ কামাল, রিয়াজ মাহমুদ, মো. খায়রুল উমাম মেরিন, মো. মাহিন হোসেন তালুকদার, মো. মাসুম বিশ্বাস, মো. মনিরুল ইসলাম, মো. কামাল হোসেন, ইউসুফ আলী সিকদার ও ওমর ফারুক মো. ইকবাল।