Print Date & Time : 4 September 2025 Thursday 10:25 am

পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন

প্রতিনিধি, যশোর: চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে। গতকাল দুুপুর ১২টায় যশোর প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আশুতোষ বিশ্বাসের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও পথচারীরা অংশ নেন।

এ সময় নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। মানুষ সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। নুন আনতে পানতে ফুরানোর অবস্থা হয়েছে। এ অবস্থায় দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতি কমিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারকে উদ্যোগী হওয়ার জন্য মানববন্ধন থেকে আহ্বান জানানো হয়।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ট্রেড উইনিয়ন সংঘের সাধারণ সম্পাদক কৃষ্ণলাল সরকার প্রমুখ।