Print Date & Time : 6 September 2025 Saturday 10:49 am

পতনেও দর বেড়েছে তিন খাতে

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবারের লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের তুলনায় টাকার অঙ্কে লেনদেন বেড়ে ৬০০ কোটি টাকার কাছাকাছি গেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল। এদিন সূচকের পতনেও তিন খাতের শেয়ারদর বেড়েছে। গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বিনিয়োগকারীদের আগ্রহ থাকায় ও কেনার চাপ বেশি থাকায় শেয়ারদর বেশি বেড়েছে সেবা ও আবাসন খাতের। অপরদিকে এদিন বিনিয়োগকারীরা বিমুখ ছিলেন বিমা খাতের শেয়ারে। ফলে খাতটিতে শেয়ারদর বেশি কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সেবা খাতের শেয়ারদর বেড়েছে ১ দশমিক ৬০ শতাংশ। এদিন খাতটিতে মোট ৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ১টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ২টির দর কমেছে এবং বাকিগুলোর দর অপরিবর্তিত ছিল। দ্বিতীয় স্থানে ছিল ট্যানারি খাতের শেয়ার। খাতটিতে দর বেড়েছে শূন্য দশমিক ৬০ শতাংশ। শূন্য দশমিক ৫০ শতাংশ শেয়ারদর বেড়ে তৃতীয় স্থানে ছিল পাট খাত। এছাড়া টেলিকমিউনিকেশন, ব্যাংক, বস্ত্র, জ্বালানি ও বিদ্যুৎ, খাদ্য ও আনুষঙ্গিক, প্রকৌশলী এবং আর্থিক খাতে শেয়ারদর বৃদ্ধির বা কমার কোনো পরিবর্তন হয়নি।

এদিকে গতকাল বিনিয়োগকারীদের বিক্রির চাপ থাকায় বিমা খাতের শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে। খাতটিতে শেয়ারদর কমেছে ৪ দশমিক ৭০ শতাংশ। পরের স্থানে থাকা ভ্রমণ ও অবকাশ খাতে শেয়ারদর কমেছে ১ দশমিক ৩০ শতাংশ। শূন্য দশমিক ৮০ শতাংশ শেয়ারদর কমে তৃতীয় স্থানে ছিল আইটি খাত।

অন্যদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিমা খাতে। খাতটিতে ডিএসইর মোট লেনদেনের ৩১ দশমিক ৭০ শতাংশ লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে ডিএসইর মোট লেনদেনের ১১ দশমিক ১০ শতাংশ লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতে ডিএসইর মোট লেনদেনের ৯ দশমিক ৩০ শতাংশ লেনদেন হয়েছে। ৬ দশমিক ৮০ শতাংশ লেনদেন হওয়া আইটি খাত রয়েছে চতুর্থ স্থানে।

ডিএসইর তথ্য মতে, বাজারটিতে ৩৫৩টি প্রতিষ্ঠানের মোট ১০ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার ৫০২ শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯০ কোটি ৯৯ লাখ ৬৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩৩ কোটি ২২ লাখ ৭৪ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ১১৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৭৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।

বিমা ও আইটি খাতসহ অধিকাংশ খাতের শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ৩৪ পয়েন্ট কমে ৬ হাজার ৩০১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস৩০ সূচক ৩ দশমিক ৭৯ পয়েন্ট কমে ২ হাজার ১৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৬১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ১৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ৮৩টির দাম। দিন শেষে সিএসইতে ২০ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার ২২০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৯১ লাখ ২২ হাজার ৬৩০ টাকার শেয়ার।