Print Date & Time : 12 September 2025 Friday 12:35 am

পতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
আজও পতন দিয়ে শুরু হয়েছে দেশের পুঁজিবাজারের লেনদেন। বেলা পৌনে একটা পর্যন্ত নেতিবাচক ছিল সবগুলো সূচক। প্রধান সূচক ১১৯ পয়েন্ট কমে যায় এ সময়।
এর প্রতিবাদে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরনো কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন বিনিয়োগকারীরা।
ডিএসইতে আজ লেনদেন শুরুর সোয়া এক ঘণ্টার মাথায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০০ পয়েন্ট কমে যায়। আর দুপুর ১২টা ৩৬ মিনিটে বেড়ে তা ১৬৪ পয়েন্ট কমে যায়।
শেয়ার বিজ/এসএটি