নিজস্ব প্রতিবেদক: সারাদেশের পথশিশুদের জন্ম নিবন্ধন সনদ দেয়ার নির্দেশনা কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সাথে এ বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে আগামী তিন মাসের মধ্যে তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট তাপস কান্তি বল।
গত ১২ জুন রাজধানী ঢাকার দুই লাখসহ সারাদেশের পথশিশুদের জন্ম নিবন্ধন দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্ট সংগঠনের পক্ষে ব্যারিস্টার তাপস কান্তি বল রিটটি দায়ের করেন।
নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিব, জন্ম নিবন্ধন অধিদপ্তর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
এডভোকেট তাপস কান্তি বল বলেন, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী সারাদেশে লাখো পথশিশু রয়েছে। এসব শিশুদের জন্ম নিবন্ধন সনদ নেই। জন্ম নিবন্ধন সনদ না থাকার কারণে পথশিশুরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না।এজন্য শিশুরা অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে রিটটি দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, কাতারের রাজধানী দোহায় এ বছর অক্টোবরে পথশিশুদের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। শুধু মেয়েদের এই আসরে অংশ নেবে ২১টি দেশ। সেখানে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের ১০ পথশিশু মেয়েকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কাতারে যাওয়ার পাসপোর্টের জন্য আবেদন করতে দরকার জন্মনিবন্ধন সনদ। তবে মা–বাবার খোঁজ না থাকায় এই শিশুদের তিনজনের জন্মসনদ প্রাপ্তিতে দেখা দেয় জটিলতা। ওই শিশুদের মা-বাবার জন্মসনদ চায় প্রশাসন।
এমন প্রেক্ষাপটে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০০৪ ও জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা-২০১৮ অনুয়ায়ী পথ শিশুদের জন্মনিবন্ধন সনদ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিবাদিদের উকিল পাঠায় সামাজিক সংগঠন ‘স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্ট’। কিন্তু তাদের কাছ থেকে সাড়া না পেয়ে পরে গত ২০ মে সংগঠনটির পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

Print Date & Time : 8 July 2025 Tuesday 11:20 pm
পথশিশুদের জন্ম নিবন্ধন সনদ দেয়া প্রশ্নে হাইকোর্টের রুল
আইন-আদালত ও অপরাধ,জাতীয়,দিনের খবর ♦ প্রকাশ: