ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিনের সাবেক প্রধান প্রতিবেদক পথিক সাহার একাদশ মৃত্যুবার্ষিকী আজ। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান সীমিত করা হয়েছে। এ উপলক্ষে সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদের উদ্যোগে রাজধানীর পশ্চিম ধানমন্ডির রায়েরবাজারে শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় এবং প্রয়াতের পরিবারের পক্ষ থেকে তার পৈতৃক নিবাস মানিকগঞ্জের গড়পাড়া গাঙ্গুলীনগর গ্রামের শ্রীশ্রী শ্যামসুন্দর আশ্রমে ভোগরাগ ও বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। খবর: বাসস। বিজ্ঞপ্তি

Print Date & Time : 9 September 2025 Tuesday 7:49 am
পথিক সাহার মৃত্যুবার্ষিকী আজ
জাতীয়,দিনের খবর ♦ প্রকাশ: