শেয়ার বিজ ডেস্ক: পদত্যাগের এক সপ্তাহের মাথায় আবারও নির্বাচিত হয়ে ইতালির প্রধানমন্ত্রী পদে ফিরেছেন জুসেপ্পে কোন্তে। মধ্য বামপন্থি ডেমোক্র্যাটিক পার্টি (পিডি) সাধারণ সম্পাদক জিঙ্গারেতি ও ফাইস্টার মুভমেন্ট সাধারণ সম্পাদক লুইজি দি মাইও জোট বেঁধে রাষ্ট্রপ্রতি সেরজো মাতারেল্লার কাছে কোন্তেকে পুনরায় প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিলে রাষ্ট্রপতি তা গ্রহণ করেন। খবর: বিবিসি।
গত বৃহস্পতিবার কুইরিনাল ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পুনরায় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন কোন্তে। এ ঘটনায় পুরো ইতালিজুড়েই চলছে আলোচনা-সমালোচনা। চলতি মাসে সরকার সংকট শুরু হওয়ার কয়েক সপ্তাহ ধরে এ নিয়ে ইতালির রাজনীতিতে নানা হিসাব-নিকাশ চলছিল। নতুন সরকার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে এসবের ইতি ঘটল।
প্রধানমন্ত্রী কোন্তে পদত্যাগের পর ইতালিতে সরকার সংকট দেখা দেয়। দেশের অর্থনীতির স্বার্থে রাষ্ট্রপতি সেরজো মাতারেল্লা নতুন করে সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকে বসেন। একদল আরেক দলের সঙ্গে সর্বোচ্চ ছাড় দিয়ে জোট বেঁধে যত দ্রুত সম্ভব নতুন সরকার নির্বাচন করতে জোর তাগিদ দেন তিনি।
অন্যথায় রাষ্ট্রপ্রতি নতুন আরেকটি নির্বাচন করার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে। এরপরই নানা শর্ত সাপেক্ষে ডেমোক্র্যাটিক পার্টি ও ফাইস্টার মুভমেন্ট জোট বেঁধে কোন্তেকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে। অন্যদিকে এভাবে প্রধানমন্ত্রী নির্বাচনের বিরোধিতা করেছেন কট্টর অভিবাসীবিরোধী লেগা নর্দ দলের নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি। সংসদে তিনিই থাকবেন বিরোধী দলের নেতা হিসেবে।