পদত্যাগ করতে পারেন থেরেসা মে

শেয়ার বিজ ডেস্ক: আগামী জুনের প্রথম সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে আবারও ভোট হবে। ব্রিটিশ পার্লামেন্টের ওই ভোটে ব্রেক্সিট পরিকল্পনা সফল না হলে পদত্যাগ করতে পারেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। পরবর্তী নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। খবর: বিবিসি।
প্রধানমন্ত্রীর পদ থেকে থেরেসার সরে যাওয়ার দাবি উত্থাপনকারী টোরি এমপিদের সঙ্গে বৈঠকের পরপরই এ ঘোষণা দিলেন থেরেসা। অনেক দিন ধরেই ডাউনিং স্ট্রিট থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছেন ওই এমপিরা। ব্রেক্সিট ইস্যুতে তার ধারাবাহিক পরাজয়ের শুরু থেকেই তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা শোনা যাচ্ছিল। পরপর তিনবার হাউজ অব কমন্সে থেরেসার ব্রেক্সিট প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। জুনের শুরুতে শেষ ভোটাভুটি, আর এতে হারলেই স্বেচ্ছায় বিদায় নেবেন থেরেসা মে, এটি প্রায় নিশ্চিত।
বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন ব্রিটেনের এই প্রধানমন্ত্রী। তাই গত বছরের শেষদিকে তাকে আস্থা ভোটের মুখোমুখি হতে হয়। সেই ভোটে টিকেও যান তিনি। আর আগামী ডিসেম্বরের আগে তার চেয়ার নিয়ে আর টানাটানি করা যাবে না, এমনই সিদ্ধান্ত হয়ে আছে। কিন্তু এতে করে থেরেসার ক্ষমতা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা শক্তিশালী হয়নি। ব্রেক্সিটের কারণেই তাকে মেয়াদের আগে সরে যেতে হতে পারে।
এদিকে থেরেসার কনজারভেটিভ পার্টির প্রভাবশালী এমপি বরিস জনসন জানিয়ে দিয়েছেন, মে সরে গেলে তিনি তার পদের জন্য লড়বেন।