Print Date & Time : 14 August 2025 Thursday 5:38 am

পদত্যাগ করলেন অ্যামাজন স্টুডিওপ্রধান  

 

শেয়ার বিজ ডেস্ক: যৌন হয়রানির দায়ে এবার পদত্যাগই করেছেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের এন্টারটেইনমেন্ট স্টুডিওপ্রধান রয় প্রাইস। অভিযোগের কারণে আগের সপ্তাহেই তাকে ছুটিতে পাঠায় অ্যামাজন কর্তৃপক্ষ। তখনই ধারণা করা হয়েছিল তিনি আর ফিরবেন না। গত বুধবার প্রতিষ্ঠানের এক মুখপাত্র প্রাইসের পদত্যাগের খবর নিশ্চিত করেন। খবর রয়টার্স।

চলতি বছরের ১৩ অক্টোবর অ্যামাজন থেকে বহিষ্কার করা হয় প্রাইসকে। ‘ম্যান ইন দ্য হাই ক্যাসল’ এবং ‘ট্রান্সপারেন্ট’-এর মতো বিখ্যাত অ্যামাজন টিভি শোগুলোর প্রযোজকও ছিলেন তিনি। ২০১৫ সালে ইসা হ্যাকেট নামে এক প্রযোজককে যৌন হয়রানির অভিযোগ ওঠে প্রাইসের বিরুদ্ধে।

সম্প্রতি প্রতিষ্ঠানের ব্যবসায়িক উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জেফ বø্যাকবার্ন কর্মীদের এক নথিতে বলেন হয়রানি বা অবমাননা সহ্য করবে না অ্যামাজন। এর পরদিনই পদত্যাগ করেন প্রাইস।

টিভি শো ‘দ্য ম্যান ইন দ্য হাই ক্যাসল’-এর প্রযোজক ও অনুষ্ঠানটির লেখক ফিলিপ কে. ডিকের মেয়ে ইসা হ্যাকেট। প্রাইস তাকে নিয়ে যৌন হয়রানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন হ্যাকেট। দুই বছর আগে ট্যাক্সিতে ও স্যান ডিয়েগোতে প্রতিষ্ঠানের পার্টিতে কমিক-কনে এ ঘটনা ঘটে।

অ্যামাজন জানায়, আমাদের কর্মীদের আচরণ নিয়ে কোনো প্রশ্ন উঠলে আমরা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। আমরা আশা করি, মানুষ তাদের জন্য উচ্চমান তৈরি করবে।

সিনেমা প্রযোজক হার্ভি ওয়েইনস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্কের কারণেও সমালোচনা হচ্ছে প্রাইসকে নিয়ে। অনেক অভিনেত্রীর সঙ্গে একই ধরনের বেশ কিছু অভিযোগ রয়েছে ওয়েইনস্টাইনের বিরুদ্ধে।