শেয়ার বিজ ডেস্ক: টেসলার ‘মাস্টার অব কয়েন’ এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) জ্যাকারি কার্কহর্ন কোম্পানিতে চার বছর ছয় মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন। খবর: সিএনএন।
কার্কহর্নের লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ১৩ বছর আগে টেসলায় সিনিয়র ফাইন্যান্স অ্যানালিস্ট হিসেবে যোগ দেন। ২০১৯ সালে সিএফও পদে উন্নীত হন। টেসলা ২০২১ সালের মার্চে একটি ফাইলিংয়ে ঘোষণা করে যে, কার্কহর্নের চাকরির উপাধি পরিবর্তন করে ‘মাস্টার অব কয়েন’ করা হচ্ছে।
টেসলার ফাইলিংয়ে আরও উল্লেখ করা হয়, কার্কহর্নের বদলে বৈভব তানেজা সিএফওর দায়িত্ব নেবেন। তানেজা ‘মাস্টার অব কয়েন’ পদটিও গ্রহণ করবেন কি না বা উপাধিটিকে অবসরে পাঠানো হবে কি না তা স্পষ্ট নয়। কার্কহর্নের চলে যাওয়ার কোনো কারণ জানানো হয়নি। টেসলা সাধারণত মিডিয়ার প্রশ্নের উত্তর দেয় না। এবারও কর্মী পরিবর্তন বা কাজের উপাধি সম্পর্কে তারা কোনো প্রশ্নের উত্তর দেয়নি।
ইলন মাস্ক নিয়ন্ত্রিত সৌরশক্তি কোম্পানি সোলার সিটিতে ২০১৬ সালে অ্যাকাউন্টিং অপারেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেন তানেজা। তার লিঙ্কডইন প্রোফাইল অনুসারে, পরের বছর তিনি টেসলার সহকারী করপোরেট কন্ট্রোলার হন। ২০১৯ সালে কোম্পানির চিফ অ্যাকাউন্টিং অফিসার হন তানেজা।
কার্কহর্ন চলতি বছরের শেষ পর্যন্ত টেসলায় কাজ করবেন বলে এসইসি ফাইলিংয়ে উল্লেখ করা হয়েছে। টেসলা সম্প্রতি দ্বিতীয় প্রান্তিকে আয়ের প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতি শেয়ারে তাদের আয় হয়েছে ৯১ সেন্ট। গত বছরের একই সময়ের তুলনায় যা ২০ শতাংশ বেশ এবং বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় বেশি। এ প্রান্তিকে প্রত্যাশা চেয়ে ভালো মুনাফা করেছে প্রতিষ্ঠানটি, যদিও তা গত বছরের একই সময়ের তুলনায় কম। গাড়ি বিক্রি কম হওয়ায় তাদের মুনাফা কমেছে।
পরিবেশবান্ধব গাড়ি তৈরির চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ খাতে বিপুল বিনিয়োগ করেছে টেসলা। একই সঙ্গে গাড়ির দাম কমিয়েছে তারা।