Print Date & Time : 17 August 2025 Sunday 7:32 am

পদোন্নতি পেলেন নৌবাহিনীপ্রধান শাহীন ইকবাল

নিজস্ব প্রতিবেদক: নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম শাহীন ইকবাল এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নৌবাহিনী প্রধানকে এডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রি›িসপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। এম শাহীন ইকবাল গত ২৫ জুলাই বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ১৯৮০ সালের ১ জুন নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৮২ সালের ১ ডিসেম্বর এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি নৌবাহিনী ফ্রিগেটসহ সব শ্রেণির জাহাজ ও গুরুত্বপূর্ণ ঘাঁটি কমান্ড করেন এবং নৌবাহিনী সদরদপ্তর, আঞ্চলিক কমান্ডার ও বিভিন্ন বহিঃসংস্থায় দায়িত্ব পালন করেন। চাকরিজীবনে শাহীন ইকবাল দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও সামরিক কৌশলগত শিক্ষা অর্জন করেছেন। অসামান্য একাডেমিক সাফল্য ও পেশাদারিত্বের জন্য নৌবাহিনীর সর্বোচ্চ পদক এনবিপি ও নৌ-উৎকর্ষ পদক এনইউপি’তে ভূষিত হন তিনি।