Print Date & Time : 17 August 2025 Sunday 4:15 pm

পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: পদ্মা নদীতে গোসল করতে নেমে রাজশাহী ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির দুই ছাত্র নিখোঁজের পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে রিফাতের (১৯) মরদেহ উদ্ধার করা হয়। এর আগে একই দিন সকাল সাড়ে ৬টায় ঘটনাস্থলের পাশেই সায়েমের (১৯) মরদেহ ভেসে উঠে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ওহিদুল ইসলাম।

মৃত শিক্ষার্থীরা হলেন, রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী এলাকার সাঈদুর রহমানের ছেলে গোলাম সারওয়ার সাইম (১৭) ও রিফাত খন্দকার (১৭) নগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা খাজা মইনুদ্দিনের ছেলে।

জানা গেছে, শনিবার বেলা ১১টায় রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে সাইম ও রিফাত নিখোঁজ হন। পরে তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার সকালে সাইমের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে একই দিন দুপুরে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাজশাহী ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক ওহিদুল ইসলাম জানান, রোববার সকালে পদ্মা নদীতে সাইমের মরদেহ ভেসে ওঠে। এ সময় স্থানীয় মাঝিরা দেখে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। পরে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, রোববার দুপুর ১২টায় ঘটনাস্থল থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।