Print Date & Time : 28 August 2025 Thursday 2:41 am

পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ী শহর রক্ষা বেড়িবাঁধ, স্কুল, মাদ্রাসা, কৃষি জমি ও অসংখ্য বসৎঘর রক্ষার স্বার্থে দ্রুত পদ্মা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

শনিবার (২৯ অক্টোবর) সকালে সদর উপজেলার উড়াকান্দা বাজারে এই কর্মসূচি পালন করেন নদী তীরবর্তী এলাকা বরাট ইউনিয়নবাসী।

মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফকির আবদুল জব্বার, বরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম, মেছের আলী খাঁন, ইউনিয়ন কৃষক লীগ সভাপতি কাদের মুন্সী, প্রাণী চিকিৎসক গোলাম মোস্তফা, স্থানীয ডা. ইকবাল হোসেন, বরাট ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ আলী খান, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ইউনুছ আলী শেখ, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম শেখ, কৃষক মুক্তি সংগ্রামের আহ্বায়ক শামসুল হক, বিপ্লবী শ্রমিক আন্দোলনের সহ-আহ্বায়ক মন্টু মন্ডলসহ অন্যান্যরা বক্তব্য দেন।

রাজবাড়ী শহর রক্ষা বেড়িবাঁধ, স্কুল, মাদ্রাসা, কৃষি জমি ও বাড়িঘর রক্ষার্থে দ্রুত পদ্মা নদী থেকে অবৈধ বালি কাটা বন্ধের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।