পদ্মা ব্যাংকের নবাবগঞ্জ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

নবাবগঞ্জবাসীর আর্থিক লেনদেন সহজ ও দ্রুত করতেই আধুনিক, প্রযুক্তিনির্ভর উপ-শাখার কার্যক্রম শুরু করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। জয়পাড়া শাখার অধীনে পরিচালিত হবে এটির কার্যক্রম। নবাবগঞ্জ উপশাখা স্থানীয় সুপরিচিত সাদেক আলী মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত। এ নিয়ে পদ্মা ব্যাংকের নবম উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত সোমবার উপ-শাখাটি উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। বিজ্ঞপ্তি