প্রথমবারের মতো পদ্মা ব্যাংক লিমিটেড নিয়োগ দিচ্ছে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে। গত শনিবার রাজধানীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। এতে সারাদেশ থেকে বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী অংশ নেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী, এসইভিপি এম আহসান উল্লাহ খান, এসইভিপি সেলিম আনোয়ার, এসইভিপি ফিরোজ আলম এবং ইভিপি ও কোম্পানি সচিব মঞ্জুরুল আহসানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি
