পদ্মা ব্যাংক বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিংয়ের ক্রমবর্ধমান হুমকি-সমসাময়িক প্রেক্ষাপট ও আমাদের দায়িত্বসমূহ বিষয়ক এক কর্মশালা সম্প্রতি আয়োজন করে। পদ্মা ব্যাংকের মিরপুর লার্নিং ও ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের তত্ত্বাবধানে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক সৈয়দ কামরুল ইসলাম, পদ্মা ব্যাংকের ক্যামেলকো সৈয়দ তৌহিদ হোসেন এবং প্রধান কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের ডেপুটি ক্যামেলকো রাশেদুল করিম। বিজ্ঞপ্তি
