পদ্মা ব্যাংক ও আইসিএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষ

পদ্মা ব্যাংক ও দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীতে আইসিএবির কাউন্সিল হলে সমঝোতা স্বাক্ষরিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান এবং আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশীষ বসু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের এসইভিপি এম আহসান উল্লাহ খান, সিএফও বাদল কুমার নাথ, আইসিএবির সাবেক সভাপতি মো. শাহাদাত হোসেন, ভাইস প্রেসিডেন্ট মো. ইয়াসিন মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি