Print Date & Time : 29 July 2025 Tuesday 12:39 pm

পদ্মা ব্যাংক ও কানাডিয়ান ইউনিভার্সিটির মধ্যে চুক্তি

শিক্ষা খাতে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি অবদান রাখার জন্য এবার কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। পদ্মা ব্যাংকের এসইভিপি আহসান উল্লাহ খান ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক এস এম আরিফুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহসান চৌধুরী, এসইভিপি জাবেদ আমিন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সিনিয়র উপদেষ্টা অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক, কোষাধ্যক্ষ এ এস এম সিরাজুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি