বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা দিতে গ্লোবাল এডুকেশন কনসালটেন্ট রিকো ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। ১৯৯২ সাল থেকে বিদেশগামী শিক্ষার্থীদের সেবা দিয়ে আসছে রিকো ইন্টারন্যাশনাল। গত মঙ্গলবার রাজধানীর মতিঝিলে রিকো ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জাবেদ আমিন ও রিকো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই সময় আরও উপস্থিত ছিলেন হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং রকিবুল হাসান চৌধুরী, হেড অব সেগমেন্টস নাফিসা আরা এবং মিরপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. রাইজুর রহমান। বিজ্ঞপ্তি

Print Date & Time : 11 September 2025 Thursday 12:45 pm
পদ্মা ব্যাংক ও রিকো ইন্টারন্যাশনালের মধ্যে চুক্তি
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: