Print Date & Time : 3 September 2025 Wednesday 9:05 am

পদ্মা সেতুতে প্রথম দিনে টোল আদায় ২ কোটি ৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : পদ্মা  সেতুতে যান চলাচলের প্রথম দিনে ২ কোটি ৯ লাখ ৩০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে। এদিন সেতুতে মোট যানবাহন চলাচল করেছে ৫১ হাজার ৩১৬টি। আজ সোমবার সকালে শেয়ার বিজকে এ তথ্য জানিয়েছেন বাংলদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অবুল হোসেন।  সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ২৬ হাজার ৫৮৯টি গাড়ি পার হয়েছে বলে জানান তিনি। আর এ থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৮ লাখ  ৯৫ হাজার ৯০০ টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে গাড়ি পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি। টোল আদায় হয়েছে এক কোটি ৪৪ হাজার ৪০০ টাকা বলে জানান আবুল হোসেন। 

তিনি জানান, গতকাল যেসব গাড়ি পার হয়েছে, তার মধ্যে ৬০ শতাংশই ছিল মোটরসাইকেল। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে সেতুতে মোটরসাইকেল প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

উল্লেখ্য, শনিবার পদ্মা সেতুর উদ্বোধনী দিন দুপুর ১২টার দিকে টোল দিয়ে সেতুতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গতকাল রোববার  ভোর ৫টা ৪০ মিনিটে পদ্মা সেতু সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।  পদ্মা সেতুতে মাসে টোল আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ১৩৩ কোটি ৬৬ লাখ টাকা।