Print Date & Time : 11 August 2025 Monday 5:19 pm

পদ্মা সেতুর সামনে গাড়ির ধাক্কায় নিহত দুই

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর টোল প্লাজার অদুরে মধ্যরাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় লটকনবাহী পিকআপভ্যানের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ভোর সারে ৪ টার দিকে খবর পেয়ে পদ্মা সেতু উত্তর টোল প্লাজা সংলগ্ন খানবাড়ি চৌরাস্তা থেকে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতরা হলেন- পিকআপভ্যান চালক পলাশ চন্দ্র দাস (২৪) ও তার সহকারী জয় চন্দ্র দাস (২৫)।

হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার এসব তথ্য নিশ্চিত সিংহ বলেন, নিহতদের মরদেহ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। অভিযুক্ত যান সনাক্তের চেষ্টা করছি আমরা। দুর্ঘটনাকবলিত পিকআপটি সড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে আসা হয়েছে।