পদ্মা সেতু উদ্বোধনের সুনির্দিষ্ট সময় বলা যাবে না: প্রধানমন্ত্রী

শেয়ার বিজ ডেস্ক: পদ্মা সেতু উদ্বোধনের কোনো সুনির্দিষ্ট সময় বলা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘পদ্মা সেতুর পুরো প্রক্রিয়াটাই কারিগরি বিষয়। সেতুর নিচের অংশে ট্রেন, ওপরের অংশে গাড়ি চলবে। এটার প্রযুক্তিই ভিন্ন।’

এছাড়া নদীর চরিত্রও এক বড় ব্যাপার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সবচেয়ে খরস্রোতা নদী। বর্ষার পরই নদীর চরিত্র বদলায়। পলি পড়ে। গতিপথ পরিবর্তন হয়। এসব কারণে অনেক দিন কাজ বন্ধও রাখতে হয়েছিল। এ কারণে পদ্মা সেতুর কাজ শেষ করার বিষয়টি অনেক কিছুর ওপর নির্ভর করে।’

গতকাল গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। সূত্র: বাংলা ট্রিবিউন।

মুজিব বর্ষের মধ্যেই বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে বিচার নিশ্চিত করা সম্ভব কি নাÑএমন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠিও দিয়েছিলাম। নূর আছে কানাডায়, তার ব্যাপারেও কানাডা সরকারের সঙ্গে কথা চলছে। ট্র–ডোর (কানাডার প্রধানমন্ত্রী) সঙ্গেও কথা হয়েছে। তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে তিনিও এরকম নৃশংস ঘটনার বিচার চান। কিন্তু তাদের দেশের আদালতের কিছু নিয়ম আছে। বিশ্বের অনেক দেশই এখন মৃত্যুদণ্ড রহিত করেছে। যেহেতু তারা (খুনিরা) মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাই সেই ছুতোয় তারা দেশে না ফেরার কৌশল অবলম্বন করছে।’

সাকিবের ভুলের পরিণতি নিয়ে অসহায়ত্ব প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ধরনের ক্রিকেটারের সঙ্গে জুয়াড়িরা যোগাযোগ করে। ওর (সাকিবের) উচিত ছিল তাৎক্ষণিক আইসিসিকে বিষয়টি জানানো। এক্ষেত্রে আইসিসি যদি কোনো ব্যবস্থা নেয়, এখানে আমাদের খুব বেশি কিছু করার সুযোগ থাকে না।’

আসন্ন ভারত-বাংলাদেশ টেস্ট ক্রিকেট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সৌরভ গাঙ্গুলি ফোন করে আমাকে খেলা দেখার দাওয়াত দিয়েছে। খেলা দেখতে যাব, সেখানে তিস্তা নিয়ে কথা বলে তিক্ততার বিষয়টি তুলব কেন? এসব বিষয়ে কথা বলার তো আরও সময় আছে। তখন কথা হবে।’

একই সংবাদ সম্মেলনে রাশেদ খান মেননের বক্তব্যের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন নিয়ে প্রশ্ন তুললে ১৪ দলীয় জোটের ওই নেতাও বিতর্কিত হয়ে পড়েন। তবে তার বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। এসব বিষয় নিয়েই যদি পড়ে থাকি, তাহলে দেশের উন্নয়নে কাজ করব কখন?’

আজারবাইজানের রাজধানী বাকুতে ১৮তম জোটনিরপেক্ষ সম্মেলনে (ন্যাম) যোগদান শেষে সোমবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। সফরের বিষয়ে বিষয়ভিত্তিক প্রশ্নের বাইরে দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে জানতে চান সাংবাদিকরা। এমনই এক প্রশ্নে উঠে আসে রাশেদ খান মেননের প্রসঙ্গ।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে আমাদের বিরুদ্ধে দুর্নীতির তথ্যানুসন্ধান করেছে। তারা আমাদের বিষয়ে তদন্ত করেছিল। তবে এ সময় তাদের দুর্নীতির তথ্যই উঠে আসে। সেসব তথ্য নিয়েই তাদের নেতাদের ধরা হয়েছে। তাদের দুর্নীতির টাকাও উদ্ধার করেছি।

বিপুল আমদানির তথ্য জানিয়ে পেঁয়াজের বাজার কয়েক দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পেঁয়াজ নিয়ে চিন্তার কিছু নেই। দু-চার দিনের মধ্যে দাম কমবে।

বাজার সহনীয় করতে ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে বলে জানান তিনি। আরও ৫০ হাজার টন আমদানি করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, পেঁয়াজের দরজা খুলে দেওয়া হলো। এরই মধ্যে খবর পেলাম, প্রায় ৫০ হাজার টন পেঁয়াজ চলে আসছে খুব শিগগিরই। তাছাড়া ১০ হাজার টন তো চলে আসবে কয়েক দিনের মধ্যেই। কাজেই চিন্তার কিছু নেই।