Print Date & Time : 10 September 2025 Wednesday 3:08 pm

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জয়পুরহাটে শোভাযাত্রা

প্রতিনিধি, জয়পুরহাট : স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে জয়পুরহাটে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকাল সাড়ে ৯টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জয়পুরহাটের ডিসি শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, নৃপেন্দনাথ মন্ডল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক উপস্থিত ছিলেন।

রং-বেরঙের বেলুন, বাঁশি ও ঢাক-ঢোল পিটিয়ে শোভাযাত্রায় জেলা পুলিশ  প্রশাসন, বিভিন্ন

সরকারি দপ্তর, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।