পপুলার লাইফের পর্ষদ সভা ২৭ জুন

নিজস্ব প্রতিবেদক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২৭ জুন বিকাল ৪টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে এবং ওই দিন একই সময় ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত অর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
গতকাল কোম্পানিটির এক কোটি ৪৮ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে এক লাখ ৪৮ হাজার ২৮৭টি শেয়ার মোট ৫৫৭ বার হাতবদল হয়। ওইদিন শেয়ারদর ৯ দশমিক ২৬ শতাংশ বা ৯ টাকা ৮০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৯৬ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৯৬ টাকা ৯০ পয়সা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৯৫ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ১০৬ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ৬৪ টাকা থেকে ১৪০ টাকায় ওঠানামা করে।