নিজস্ব প্রতিবেদক: পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানি পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২৭ জুন বিকেল ৪টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারিদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে বলে জানা গেছে। একই সভায় ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রাথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদ পর্যালোচনা করা হবে জানা গেছে।