Print Date & Time : 6 August 2025 Wednesday 11:31 pm

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ঋণমান ‘এএ প্লাস’ ও ‘এসটি-১’

নিজস্ব প্রতিবেদক: বিমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি দীর্ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘এএ প্লাস’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’ পেয়েছে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।
৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে চার টাকা ৫৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৮ টাকা ২৯ পয়সা, যা আগের বছর একই সময় যথাক্রমে চার টাকা ২৭ পয়সা ও ৮০ টাকা ৫২ পয়সা ছিল।
এদিকে গতকাল ডিএসইতে শেয়ারদর এক দশমিক ৩২ শতাংশ বা এক টাকা ৩০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৯৭ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৯৭ টাকা ৩০ পয়সা। দিনজুড়ে এক হাজার ৯৮৫টি শেয়ার মোট সাতবার হাতবদল হয়, যার বাজারদর এক লাখ ৯৩ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনিম্ন ৯৭ টাকা থেকে সর্বোচ্চ ৯৮ টাকায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর ৭৫ টাকা থেকে ১২৫ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে।
এর আগে ২০১৫, ’১৬ ও ’১৭ সালের জন্য কোম্পানিটি ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬০ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ছয় কোটি চার লাখ ২৮ হাজার ৩৫৮টি। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের ২৮ দশমিক ৯২ শতাংশ উদ্যোক্তা বা পরিচালকদের, আট দশমিক ৭৪ শতাংশ প্রাতিষ্ঠানিক, শূন্য দশমিক ২১ শতাংশ বিদেশি ও ৬২ দশমিক ১৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।