Print Date & Time : 8 July 2025 Tuesday 3:15 pm

পবিত্র ঈদুল আজহা আজ

শেয়ার বিজ ডেস্ক : মুসলিমদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ। যুগের পর যুগ ধরে ধর্মপ্রাণ মুসল্লিদের ত্যাগের মহিমায় ভাস্মর হয়ে আসছে এই ঈদ।

আজ শনিবার (৭ জুন) সকাল থেকেই পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে ঈদগাহে ছুটে যাবেন মুসল্লিরা। সেখানে ঈদুল আজহার ২ রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষে আল্লাহ’র সন্তুষ্টির আশায় পশু কুরবানি করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

এ বছর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া থাকলে এবং জামাত আয়োজন অনুপযুক্ত হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে জাতীয় ঈদগাহে নামাজ আদায়কারী মুসল্লিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সেবা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য বড় এই জামাতের ভিআইপি ব্লকে একসঙ্গে ২৫০ জনের নামাজের ব্যবস্থা থাকছে। সেই সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও মুসল্লিদের সুবিধায় অজু, পয়ঃনিষ্কাশন ও সুপেয় পানির সুব্যবস্থা ছাড়াও প্রস্তুত থাকবে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স। অন্যদিকে প্রতিবারের মতো এবার পৃথক প্রবেশ ও প্রস্থান গেট ছাড়াও জাতীয় ঈদগাহে নারী মুসল্লিদের জন্য পৃথক ব্লকে নামাজের ব্যবস্থা ও পৃথক প্রবেশপথ থাকছে।

এদিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। ইতোমধ্যে ঈদুল আজহার জামাতকে ঘিরে শোলাকিয়া ঈদগাহে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।