Print Date & Time : 11 August 2025 Monday 9:08 am

পবিপ্রবিতে গুচ্ছভুক্ত বিষয়ে ৫৮ শতাংশ আসন ফাঁকা

প্রতিনিধি, পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২০২০-২১ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছভুক্ত পাঁচটি বিষয়ে ১৪৮ জন ভর্তি হয়েছেন। বুধবার ও গতকাল বৃহস্পতিবার এই দুদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভর্তির সময় ছিল।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে জানা যায়, গুচ্ছভুক্ত ৩৫০টি আসনের মধ্যে ১৪৮ জন ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন, যা মোট আসনের প্রায় ৪২ শতাংশ।

জানা যায়, গুচ্ছভুক্ত পাঁচটি বিষয়ের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে মোট ৭০ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৩৯ জন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মোট ১০০ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৩৮ জন, ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে মোট ৬০ আসনের মধ্যে ভর্তি হয়েছেন ৩৮ জন, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সে মোট ৬০ আসনের বিপরীতে ভর্তি হয়েছে ১৫ জন এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে মোট ৬০ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ১৮ জন।