Print Date & Time : 5 September 2025 Friday 8:59 pm

পবিপ্রবিতে বরিশাল বিভাগীয় কোর্স ফর রোভার মেট শুরু

প্রতিনিধি, পবিপ্রবি: গত বৃহস্পতিবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদ কনফারেন্স রুমে ৪ দিনব্যাপী বরিশাল বিভাগীয় রোভার মেট ওয়ার্কশপ শুরু হয়। ওয়ার্কশপটি আগামীকাল সম্পন্ন হবে।

বৃহস্পতিবার বিকালে কর্মশালা উদ্বোধন করেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এ সময় উপস্থিত ছিলেন লিডার ট্রেইনার অধ্যাপক এ বি এম ফখরুজ্জামান, ডা. প্রণব কুমার মণ্ডল, আবুল কালাম আজাদ, সহকারী লিডার ট্রেনার মো. জাহাঙ্গীর আলম, মো. ইদ্রিসুর রহমান, বরিশাল বিভাগীয় রোভার মেট ওয়ার্কশপ ব্যবস্থাপনা কমিটির আহŸায়ক অধ্যাপক ড. আহমেদ পারভেজ এবং অন্য সদস্যরা, পবিপ্রবির সদস্য সচিব মুহাম্মদ আবু হানিফ (উডবেজার) এবং অন্য সদস্যরা। এছাড়া বরিশাল বিভাগের বিভিন্ন জেলার রোভার গ্রæপের সদস্যরা উপস্থিত ছিলেন। পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, নৈতিকতাবিহীন কোনো দেশ টিকে থাকতে পারে না। রোভার স্কাউটসের মাধ্যমে নৈতিক শিক্ষা অর্জন করে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করো।