Print Date & Time : 27 August 2025 Wednesday 3:52 pm

পবিপ্রবিতে শেখ হাসিনা ও শেখ রাসেল হলের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিনিধি,পবিপ্রবি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০ তলা বিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী হল ও শেখ রাসেল ছাত্র হলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (২য়পর্যায়ে) শীর্ষক প্রকল্পের আওতায় এ হল দুটি নির্মিত হবে। ১০তলা বিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী হলের আসন সংখ্যা হবে ৬০০টি যার প্রকল্প ব্যয় করা হয়েছে ৪৩ কোটি ৪৬ লক্ষ ৪৪ হাজার ৭শত ৮৮ টাকা এবং ১০ তলা বিশিষ্ট শেখ রাসেল ছাত্র হলের আসন সংখ্যাও হবে ৬০০ টি। এর প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৫৬ লক্ষ ২৬ হাজার ২শত ৪৬ টাকা। এ হল দুটি নির্মাণ হলে পবিপ্রবিতে শিক্ষার্থীদের আবাসিক সমস্যার সমাধান হবে বিশ্ববিদ্যালয়ে গনরুম বলে আর কিছুই থাকবে না। ফলে শিক্ষার্থীরা স্বাস্থ্যকর পরিবেশে হলে অবস্থান করতে পারবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।